ফেরি করে দুখ কিনেছি
সুখ কিনেছি দামে।
ভালোবাসা লিখে দিলাম
বাতাস, তোর নামে।
বাতাস, তোর মন খারাপের দিনে;
একটা গোটা গোলাপ বাগান
দেব তোকে কিনে।
আর যখন সুখে ভিজে
তোর আসবে জ্বর
আমার মনের দুখের কোনে
বাঁধিস তুই ঘর।
সেই ঘরে থাকিস তুই, প্রজাপতির সাথে।
ও যে এ ফুল থেকে ও ফুল ঘুরে,
ক্লান্ত দিনে রাতে।
ওর রঙে রাঙিয়ে নিস,
সাদা কালো ব্যথা।
ব্যথা গুলো বড্ড ভালো,
কয় না কোন কথা।