🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
পরের বারে আসব আবার
তোমার মাঝে বাঁচবো বলে
তোমার মাঝে জন্ম নিয়ে
তোমায় ভালবাসবো বলে।।
পরের বারে আসব আবার
কান্না হয়ে তোমার চোখে
দু গাল বেয়ে ওষ্ঠ ছুঁয়ে
নীরবে তে ঝরবো বুকে।
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻