জীবন হিসেব নিচ্ছে কড়ায় গন্ডায়
অনেক দিন পাওয়া না পাওয়ার  হিসেব
নিজের কাছে নিজেকে পাওয়ার হিসেব
আজ সাতদিন হাসপাতালে বেডে শুয়ে
জানালার ঘুলঘুলি দিয়ে আবছা আকাশে
খুজে ফিরি আমার পরিচয়।
আমি এখন রুম নং  "2020 কোভিট পজিটিভ "