তুমি এসে দাড়ালে মনের উঠোনে---
বৃষ্টি তখন নামল অঝোর ধারায়
তার সাথে ঝড়ের কানে কানে
আপন প্রদাহ পরা বাস্তবে দাঁড়ায়।
একি নগ্নতা না বাস্তবিক কোন ছবি
অন্ধকার ভেদী উজ্জ্বল আলোর রশ্নি
নাকি কোন ক্লান্ত মানব মানবী
উপোসী মনের নির্বাক প্রতিচ্ছবি।
আমিত্ব সেকি বাক প্রতিবন্ধী
জীবন রূপ ভালোবাসার মায়াজাল
এলোমেলো অনুভূতির সাথে সন্ধি
রুদ্ধতায় ঘেরা সূর্যাস্ত কোলাহল।
কালের পর কাল গেঁথে ছোটে তরঙ্গ
রক্তাক্ত ঠোটেও উড়ে মুক্ত বিহঙ্গ
হৃদয়ের প্লাবন কল্পনার খাঁচায় বন্দি
নির্বাসিত স্মৃতির হবে কি কখন ও সন্ধি্?