মেঘ শূন্য আকাশে খুঁজে ফিরি
                   নীলের বলয়
ক্লান্ত চোখে দেখি চেয়ে সব রং
         চুরি করে পালায় সময়।
মাঝ রাতে জেগে উঠি প্রবল ঝড়ের
                       সাথে হঠাৎ ছুটি
ফিরি সময়ের হাত ধরে, চৌকাঠ আর
                   অস্তিত্ত্বের কাটাকুটি।
বাতাসের স্রোত নামে শিরদাঁড়ায়
থর থর কাপে প্রতিটি অঙ্গ আজানা আশন্কায়।
বিজলীর আলো ছিন্ন করে দেয়
           ছেঁড়া পান্ডুলিপির কবিকে
আবছা আলোয় মনে পড়ে যায়
           ক্যানভাসে আঁকা ছবিকে।
তবুও নতুন সূর্যের আলোতে তৃষিত
               সময় খোঁজে নতুন সুর
রাত্রি র ঝড় লেপ্টে আছে শরীরে
       এখন ও শুকায়নি বৃষ্টির ভোর।