ওগো "ব্যথা"-
কোথায় তোমার ঘর?
তোমার কাছে সবাই আপন
নেইকো কেউ পর।

"ব্যথা" তোমার নিজের কথা
বলতে পার কি আপন ভেবে,
নিজের ব্যথার ব্যথা অনলে
পুড়ে কি যাও সকাল সাঁঝে।

ব্যথার ক্ষুধা নয়ন জলে
ব্যথার  তৃষ্ণা বুকে
অনুভবের চাদর মুড়ে
ব্যথা ঘুমায় সুখে।

জীবনভর দৌড়ে ফেরা
একটু ব্যথা পাব বলে
তবুও কেন স্বাদ মেটেনা
ভাঙ্গা কাঁচের রং মহলে।

অঙ্গে অঙ্গে ব্যথার আঁচড়
যায় না ছোঁয়া তাকে
ক্ষণে ক্ষণে অকারণে
ব্যথা শুধু পিছু ডাকে।

বুকের মাঝে করুণ সুরে
ব্যথার সাতকাহন
ব্যথার সাথে চুপিচুপি
ব্যথার আলিঙ্গন।

প্রকাশিত পৃথিবী লুকায়
অপ্রকাশিত কথা
নাম না জানা  ব্যথার কাব্য
জীবনের প্রতি পাতা।।