এক কাপ চায়ে
এক চুমুক রোদ
এক গোলাপ দিশেহারা
এক অলির অবরোধ।
এক দরজা মুক্ত
এক আকাশ আলো
এক জীবনের শপথ
এক বার বাসি ভালো।
এক পাহাড় কুয়াশা
এক জীবন্ত মেঘ
এক নিমিষে বৃষ্টি
এক বেঁচে থাকার উদ্বেগ।
এক বুক ভালোবাসা
এক মন অভিমান
এক নিমিষে নিশ্বাস
এক পাতা ছেঁড়া অভিধান।