মধ্যরাতের প্রশ্নরা,
একবার ছুঁয়ে,হয়ে যায় পরিযায়ী।
ন-স্বর স্বপ্ন,নীরবতায় ঘুমায় বেগুনী আলিঙ্গনে।
এই মধ্যরাতে ভ্রম অতিক্রম করেনা
দীর্ঘ দেবদারু গাছ।
বুকের উপর খেলা করে মনোহারিনী ঝিনুক,
মহার্ঘ মুক্তো কে সাথে নিয়ে।
কবিতার দীর্ঘ ছায়াপথ, আলজিব ছুঁয়ে নেমে আসে
অস্তিত্বের মাঝখানে।
স্মৃতিতে কলম নামিয়ে, ভালো বাসার ওম নিয়ে,
খুঁজে যায় বিভেদ রেখার তর্কাতর্কি।।