নিষ্ঠুর এক সময়ে বেঁচে থাকা
জুতোর তলায় নিষ্পেষিত মানবতা
বিবর্ণ সময়ের রুদ্ধ শ্বাস নিঃশ্বাস
মানুষের সীমানায় নির্লজ্জ অমানুষতা।

আলো আঁধারের অন্তিমকাল
বোঝা দায় সকাল না বিকাল
প্রদোষ কালে হিংস্র প্রলাপ
কালের সীমা রেখায় অহংকারের আলাপ।

নির্মম চিত্তে পরিণাম শূন্য
নামহীন গোত্র হীন আশাহীন প্রতিধ্বনি
কীর্তি হীন ভবিষ্যৎ তবু সবে ধন্য
তিমির ফলকে লেখা সর্বহারার আগমনী।

নিঃসঙ্গতার ঘরে অব্যক্ত শূন্যতা
ধুধু বালুচর মাঝে একাকী মৌনতা
সমতা আর অসমতা শুধু খোঁজে ক্ষমতা
বিষাদ ক্লান্ত নগ্ন পায়ে রক্তাত সভ্যতা।।