=======================¶¶¶¶¶

জঠর জ্বালায় কাঁদে দীপ শিখা
      ঘন কুয়াশা নাকি অমানিশা।
          নিঃস্তব্দ রাতে কে বিলাপ করে
             কি লিখিল নাম নিষিদ্ধ ইস্তাহারে।
                 শনশন বেগে বহে যায় বায়ু
                     আড়াল করিয়া শতেক আয়ু।
                        কে যাও ছুটিয়া দাঁড়াও ঘুরে
                            স্বাক্ষর কর এই ইস্তাহারে।।

¶¶¶¶¶¶======================