পাহাড় চূড়ায় ব্যর্থ প্রেম
তোমায় ভূলতে চায় ,
খুব কাছে এসো না;
প্রাক্তন স্পর্শ, মুক্ত হতে চায়।
যাত্রা ভঙ্গ, বসন্ত থেকে বসন্তে;
হৃদয়ে রডডেনড্রনের প্রলাপ।
বসন্ত বন্দনা করেছ একাকী,
তোমার চোখে পড়ে না,পদ্যের বিলাপ।
আক্রোশ প্রশ্নাবলী ,
খুঁজে ফিরে তার উত্তর ;
আবার যখন আসব ফিরে
তখন ও কি থাকবে নিরুত্তর?