আমি'তো চেয়ে ছিলাম,
ভেজা বাতাসে লিখে যাব তোমার নাম।
আদলগায়ে বৃষ্টির ফোঁটার পরশে,
ফিরে পাবো তোমাকে।
শরীরে রক্তের তাপ বেয়ে,
মিশে যাবে ঘুমন্ত তোমার চোখে।
ঠান্ডা সাদা বরফের কুচির মত,
লেগে থাকবে তোমার ঠোঁটে।
সময়ের হাত ধরে নক্ষত্রের উজ্জ্বল
আলো ও শেষ হয়।
তবুও পৃথিবীর কোনো প্রকোষ্ঠে অস্পষ্ট অক্ষরে
লেখা থাকবে, না বলা কথারা।
নির্লিপ্ত কোনো পথ ধরে হেঁটে যাব তুমি আর আমি,
সূর্যের দিগন্তের কোনো দেশে।
যেখানে শাশ্বত সব,
ভোগে না কেউ হৃদয়ের অতৃপ্ত প্রকাশে।।