সমুদ্রের মুঠো আলগা করে,
জেগে উঠেছে সময় সাগরের জলরাশি।
চারিদিকে কুরুক্ষেত্রের হাতছানি,
শকুনির পাশার চাল।
সভ্যতার নাভিকুণ্ডলীতে পতিত মানবতার কাল সর্প
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আগামীকাল।
রক্ত বীজের ডাকে জেগে উঠার অপেক্ষায়,
হাজারো রক্তবাহী রক্ত বীজ।
সমান্তরাল হিংসা গ্লানি জেগে আছে অতন্দ্র প্রহরায়।
দেহ, আত্মা, ভালোবাসা জরাজীর্ণ অস্তিত্বের কংক্রিটে
নির্মম দেয়ালে সবুজ শ্যাওলার সাথে একাত্ম।
ইতিহাসের ব্যাবিলন বা ট্রয় হাতছানি দিয়ে ডাকছে,
রক্তের কোলাহলে।
লক্ষ কোটি হাত দিয়ে সমুদ্র কে মুঠো করে ধরে রাখার
অদম্য চেষ্টা।
জেগে উঠেছে নতুন পৃথিবী, পুরোনো পৃথিবীর আঁশটে
গন্ধ বুকে নিয়ে ---