আমি তোমাকে ছোঁয়াতে  চেয়েছিলাম,
ভালোবাসার নৈঃশব্দ্য----
যেখানে সমস্ত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা
মিশে যায় এক অপার্থিব আলোকে।
আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম,
ভালোবাসার সৌন্দর্য।
যেখানে মিশে যায় পৃথিবীর সকল সৌন্দর্য।
আমি তোমাকে ছুঁতে চাইনি কোনোদিন
আমার মাঝে তোমাকে ছুঁতে চেয়েছিলাম।
আমি তোমাকে দিতে চেয়েছিলাম,
ভালোবাসার ওম দিয়ে জড়ানো তোমাকে।
কিন্তু তুমি তা ফিরিয়ে দিলে নির্লিপ্ত ভাবে।
আমি ফিরে যাচ্ছি তোমাকে নিয়ে
আমার ভালোবাসার নৈঃশব্দ্যে------