আমি নব্য স্বাধীনতা...
আমার স্বাদ নোনতা ,
কারন আমাতে মিশে আছে হাজারো নীরিহ মানুষের চোখের জল।
বিবেক পোড়া ছাইয়ে রাঙানো আমার রং।
আমার কলরবে মিশে যায় অসংখ্য নারীর আর্তচিৎকার।
"আমাদের রক্ষা কর। "
শুধু মাত্র প্রান নিয়ে পালানো হাজারো মানুষের পদধ্বনি- স্বাধীনতা!
বঙ্গবন্ধুর সাথে পাশবিক আচরণ-স্বাধীনতা!
সেতু থেকে ফাঁসিতে ঝোলানো "মানবিকতার"
আরেক নাম -স্বাধীনতা!
কবি গুরুর মূর্তি ভাঙ্গার
এর আরেক নাম-স্বাধীনতা!
আমি ধর্মান্ধতার পথে চলি
তাই মানবতার দেই বলি।
আমি বিবস্ত্র নারীর ভোগের স্বাধীনতা!
উন্মুক্ত অন্তর্বাসের উল্লাসের স্বাধীনতা!
আমাকে গ্রহন কর।
নিজের ভেতর যত শুভবুদ্ধি আছে, তাদের গলা টিপে হত্যা কর নিজের হাতে।
এসো আমাকে আলিঙ্গন কর।
মুক্ত কন্ঠে চিৎকার করে বলো
এই পাশববল আর ঘৃনা দিয়ে মোড়া আমার অস্তিত্বে
আমি খুব ভালো থাকবো---
" এক নরমেধ যজ্ঞের সাক্ষী হয়ে"।