তোমার ঠিকানা জানা নাই
আমার আমি-কে কোথায় পাই
তোমার মাঝে থাকা আমাকে ফেরৎ চাই।
বুকের ভেতর শঙ্খচিল
উড়ছে শুধু রাতদিন
তোমার বুকে আশ্রয় পেতে চায়।
অলিগলি থেকে রাজপথ
খুঁজে ফিরি সেই শপথ
উদাসী মেঘের কাছে কথাগুলো বুঝতে চাই।
বৃষ্টি হয়ে ঝরছে কি?
শপথের ব্যথা নাকি শুধুই ফাঁকি।
দু'হাত দিয়ে বৃষ্টি ছুঁতে চাই।
তোমার চোখে ডুবতে চাই
আমার অশ্রুতে তোমায় পাই
চোখের জলে আঘাত ধুতে চাই ।
তোমার রক্তের লাল রঙে
আমার রং বসে দিন গোনে
সেই রং দিয়ে ভালোবাসা আঁকতে চাই।
আমার কোনো গল্প নাই
তোমার গল্প লিখছি তাই
তোমার গল্পে নিজেকে শুধু হারাই।
আমার ভালোবাসা অন্তহীন
খুঁজে ফিরে তোমায় ক্লান্তিহীন
একবার ছুঁয়ে দেখ অস্তিত্বের লড়াই।।