জানালার বাইরে নীলাকাশ
একটু পরেই কালো
ধূলো জমা ছেড়া ডাইরী
তোমার স্মৃতির আলো।

ভেজা তুলো নাকি মেঘ
বিষন্ন আঁধারের ছবি
হাসি কান্নার স্পর্শ লুকায়
কাগজ কলমে কবি।

যন্ত্রণাগুলো কালবৈশাখী
কান্নাগুলো বৃষ্টি
মুগ্ধ নয়নে ভালোবাসা খুঁজি
ছেড়া তারে অনাসৃষ্টি।

বৃষ্টি শেষে মেঘের কোলে
সব হারানোর রং
ঠান্ডা হিমেল শ্রান্ত সময়ে
ধূমায়িত দাবানল।

সহজ সরল সরল রেখায়
খাঁচার মাঝে পাখি
অভিনয়ে জীবন যাপন
মুক্তি না শুধু ফাঁকি।

রঙীন আলোয় রাঙানো আকাশে
চাঁদের আলো লুকায়
রাতভর হাঁটা- হাঁটি শেষে
জীবনের ছবি আঁকায়।