দুই একটা সুখ জমাই
মাসের শেষে 'মন' খালি
বছর শেষে ফিরে দেখি,
বুকের মাঝে 'ছাদ' খালি।
একটা দুটো খুচরো দুঃখ
প্রহর মাঝে প্রহর খোঁজে
ভাঙ্গতে চাইলেও যায় না ভাঙ্গা
ক্লান্ত হীন ক্লান্তি মাঝে।
রাত্রি দিনে, দায় মানে না
ঝরছে নোনা,শুকনো বিলে
কোথায় ছিল মেঘলা আকাশ
মুখ লুকিয়ে,ঘটির জলে।
বৈঁচি বনের' মন' বিকেলে
ঝপাং করা ডুব সাঁতার
চোখের জল অন্ধ হলে
'দিগন্ত' খোঁজে পথ হাঁটার।।