মেঘ কুয়াশায় রাস্তা মনের এপার-ওপার
মনের স্পর্শে আগুন জ্বেলে জীবন আঁধার।
আঁধার কোনে ইথারের কথামালা
মিশ্র বৃত্তে জেগে থাকে চাবুক জ্বালা।
ইচ্ছে ছিলো আল পথ ছিঁড়ে, তমাল
মেঘের রাত্রি হব।
আগুন এঁকে পাহাড় চূড়ায় চকোর হয়ে
চাঁদ থামাব।
জন্ম যেন শূন্যে ধাওয়া মুক্তি খোঁজা
পায়ের পাতায় ভেজা ঘাসের স্বপ্নে ভেজা।
সময় গড়ানোর গল্পগুলো
চক্রব্যুহে উদাসীন
অন্ধ বাউল সুর ধরেছে
বাজছে শোন দুর্বাসার বিন।।