তোকে আমি আঁচল ভরে রোদ্দুর দিতে চেয়েছিলাম,
কিন্তু ,তোর কথা ভাবতে ভাবতে নিজেই কখন
রোদ্দুর হয়ে গেলাম।
অন্যমনস্ক কথাগুলোর পাতায়,
তোকে আঁকতে চেয়েছিলাম।
পিচ ঢালা রাস্তায় হাত ধরে ভিজতে চেয়েছিলাম-
স্মৃতি র অতল হয়ে।
তোকে নিয়ে পদ্মায় খেয়ালী নৌকায়,
ভাঙ্গা চাঁদের সাথে প্রবাসীহতে চেয়েছিলাম---
বিনিময়ে পেলাম দু দন্ড,
অপূর্ব অন্ধকারে ডুবে থাকা;
তোর আর আমার মেঘ শহরে
বৃষ্টির না বলা কথা
টুপ-টাপ----
টুপ-টুপ----