মানুষ কী......?
অনাবৃত নাকি অনাহুত...?
জীবনের দুয়ারে আঁচল জড়ানো
ক্লান্ত প্রাণের হাওয়ায়
অব্যক্তর গভীরে থমকে থাকা
সুলভ সংস্করণ।
চলতি মুহূর্ত গুলোর প্রথম প্রহর
পেরিয়ে গেছে শিথিল অবসাদে
দ্বিতীয় প্রহরে নির্লিপ্ত উদাসীনতায়
বাতাসে ঝুলছে আগামীর দিনপঞ্জী।
রৌদ্রের একটুকরো সোনালী আভা
কী যেন বলে যায় লগ্নের কর্ণমূলে।
প্রৌঢ় গাছটির শিকড়ে উইয়ের ঢিপি
বধির প্রকোষ্ঠের উচ্ছিষ্ট মাটিতে লাল পিঁপড়ে।
পুরোনো কর্ম চক্রের কর্কশ ধ্বনি
ছড়িয়ে পড়েছে অশ্বথের চাতালে
শ্যাওলা পড়া ঘাটে মতবিরোধের আক্রোশ
সংকীর্ণ সুরঙ্গে আধাআধি উদাসী হাওয়া।
ঝাপসা আলোয় নিশীথ এর প্রলাপ
কামনার গর্ত থেকে "চাই চাই " রবে কে যেন কাঁদে
ক্রুদ্ধ গর্জনে ডেকে উঠে মহাকাল
গিরিখাতের নির্জনতায় মিলিয়ে যায়
"চাই-না, কিছুই চাই না আর......