বুকের দূর্গে ক্রমাগত, হাপরের মত জীবনের সন্ধান
মানচিত্র নব্য পৃথিবীর, পরগাছা সরীসৃপের নতুন অভিধান।
হাড় পাঁজড়ে, ভগ্ন স্তুপাকার আবর্জনার রাশি
জিজ্ঞাসা খুঁজে প্রতি মুখে, জবাব! নাকি হায়নার হাসি।
রক্ত কনিকারা আজ ও টেনে খায় শ্বাস
শ্বাপদ চোখে শুধুই সর্বনাশ।
চেতনার আগুন হৃদপিন্ড জ্বালায়
পাপের বীজাণুতেই পূন্য পালায়।
বাঙময় ভাষায় নীরবে হারিয়েছে কত ভাষাহীন কান্না।
চুরি হয়েছে মনুষ্য মানচিত্র, হারিয়েছে মানবিক সীমানা।
শত ক্ষত বুকে, দূর্গের সারি জ্বলে না সেথায় আলো।
বৃষ্টি বেদনা ঝরে একাকী, ঘোর অমানিশা কালো।
কালপুরুষের গন্ডীর ঘরে জীবনের যত দেনা
ছাড়পত্রের ভ্রুকটি ধমনীতে বিবেক হয়নি চেনা।।