মহীনের ঘোড়াগুলো আজ ও বাইরে দাড়িয়ে
আস্তাবলের অপেক্ষায়।
রোদ জল বৃষ্টির মাঝে, আকাশের দিকে তাকিয়ে ভাবে অতীত, বর্তমান ,ভবিষ্যত।
ওদের প্রতিটি লোমকূপে আজন্ম না পাওয়ার আদিম
ক্ষুধারা  নেচে বেরায় জীবনের গান গেয়ে।
ওদের অস্তিত্বে বিবর্ন সমাজের কলন্ক।
ওদের অস্থিমজ্জা কুরে কুরে খায় অবক্ষয়ের নিষিদ্ধ শরীর।
ওদের মুছে গেছে জন্মের রক্ত।
উলঙ্গ স্বাধীনতার বিষন্ন রূপ কেড়ে নিয়েছে গভীর বিশ্বাস
"আমরা বেঁচে আছি"।
ওরা ছুটে আসবে, ওরা নিশ্চিত ছুটে আসবে এক দিন।
ওরা ছুটে আসবে জ্বলন্ত খুড়ের দুরন্ত চাকায়।
ওরা ছুটে আসবে বিষন্ন জীবনের সঙ্গীতে।
ওরা ছুটে আসবে শোষনের ভ্রুকুটি উপেক্ষা করে।
ছিনিয়ে নিতে ওদের আস্তাবল, ওদের বেঁচে থাকার সংজ্ঞা
ওদের অস্তিত্বের দাঁড়িপাল্লা।।