আমার ''ক''বিতা তোমার চরণে
তোমার ''বি''নয় মোর আভরনে
তব "গু"নের নেই কোন সীমানা
বাক "রু"দ্ধ দেখে তব প্রেরণা
তোমার "র"চনা জীবনের সাথী
হৃদয় "বী"ণায় বাজে দিবা-রাতি
সূর্য, চ"ন্দ্র",তারার খেলায়
তোমার প্রকাশ"না" জীবন মেলায়
গানের প্র"থ"ম কলিতে তব সুর
প্রেমের উ"ঠা"নে তুমি রাঙা ভোর
প্রানের ঠা"কু"র মনের মাঝে
তব বিচ"র"ন সকাল- সাঁঝে
যত ক"ল"হ আসুক জীবনে
মনের "হ"তাশা কাটাও নিরজনে
জ্ঞানের "প্র"দীপ আলোক ধারায়
তোমার "না"মে তোমারই ছায়ায়
চেতনা "ম"ননে সকল কাজে
কবিতায় আছ অন্তমিলের মাঝে