******************************
দুই হুলোতে ঝগড়া করে 'বস্তা' নিয়ে রাস্তায়
মেনী হাসে দেখে বসে,সস্ দিয়ে পাস্তায়
এক হুলো কামড়ে ধরে
আরেক হুলো নীচে পরে
প্লেট সাজিয়ে মেনী একা ওয়েট করে নাস্তায়।।

******************************