*****************************
'পাঞ্জা রাজা' গাঞ্জা খায়, কানে কাপাস তুলা
মন্ত্রীরা সব পোটলা বাঁধে, সরায় চালকলা
পাবলিকের ভাঙ্গা কুলো
নাকের ডগায় মস্ত মূলো
সেই মূলোতে সবাই ঝোলো, মুখে দিয়ে তালা।।
*****************************