==========================¶
কেষ্ট বিষ্টু ভোটে জিতে মন্ত্রী সভায় যায়
বস্তা নিয়ে সস্তা নাটক মটকা ভেঙ্গে খায়
ভোটাররা  সব বলির পাঁঠা
কালো চশমার চোখের কাঁটা
স্বস্তি গুলো কুস্তি করে মস্তি খুঁজে পায়।।
¶==========================