===========================
আয়না গুলো চিনছে না মুখ, মুখোশে  আছে ঢাকা।
সাক্ষী ছাড়া মিলছে না সুখ, জীবন বড্ড একা।
স্বপ্নগুলো আততায়ী
স্মৃতিগুলো সবাই দায়ী
হৃদয় মাঝে খোড়া খুড়ি, নেইকো তোমার দেখা।।
============================