জীবন আমি?
না-আমার জীবন?
এই প্রশ্ন সারা জীবন-

আমার তুমি ?
না-তোমার আমি?
খুঁজে ফিরি অণু ক্ষন-

জীবন স্রোতে সুখে দুঃখে
পানকৌড়ির ডুবসাঁতার
জীবন কার্নিশে ঝুলন্ত সময়
মহাকালের নেই বিকার।

প্রাণের হাটে শঙ্খ ধ্বনি
কংক্রিটে ফিরে বার বার
বেওয়ারিশ সব চোখের জলে
মরীচিকার সাথে জীবন পার।।