শঙ্খচিল তুমি উড়ে যাও দিগন্তের দ্রাঘিমাংশ
ছুঁয়ে অক্লেশে।
তোমার জন্ম কি ফেনিল সাগরের নিরালায় কোনো
দারুচিনি দ্বীপে?
তুমি ছুঁড়ে দাও শীতলতা নাকি মায়া?
রৌদ্রের কারুকার্যে তোমার ডানায় ঝলকে পড়ে
পৃথিবীর বেঁচে থাকার কারুকার্য।
মেঘের মিনার ভেদ করে সে আলো ,ধনুকের মত বাঁকা
চোখে আছড়ে পড়ে বিষুবীয় উত্তাপে।
শতাব্দীর ভারে প্রাচীন বট বৃক্ষের ছায়ায়,
কিংবা শুধু রাত্রিতে জোনাকি আলোয়; সেই আলোর
ছিটেফোঁটাও কেমন মায়াবী আলো তৈরি করে কেড়ে নেয় রাত্রির শাসন।
তাইতো শকুনির পাশায়  আজও জিতে দুঃশাসন।।