কতদিন আছে বাকি
জীবনের আঁকি বুকি
ভাবি বসে কুহকের সনে।
মহাকালের নীরবতা
সম্পর্কে র বিবশতা
সময়ের প্রতি ক্ষণে ক্ষণে।
অদৃশ্য আলাপনে
নির্লপ্ত মনকোণে
কি হারিয়ে কি খুঁজে পাওয়া?
কারণে বা অকারণে
সুখ কিবা দুঃখ সনে
নিজের মাঝে নিজের হারিয়ে যাওয়া। ।