খুঁজে বেরাই---
গলিত জোৎস্না মেখে সোনালী রঙের
ধানের শরীরের বেড়ে ওঠা।
জীর্ণ দেয়ালে, শ্যাওলার পাশাপাশি
বিবর্ণ স্বর্ণ লতার সাথে শতাব্দী প্রাচীন
বটের ঝুরির কথোপকথন।
মিলাতে চাই---
ডানা মোড়া মূহুর্ত গুলোর ,
অনাদি অন্ত আর আদি অনন্তর
পাশাখেলার নির্লিপ্ত ঘুঁটি।
রক্তের টানে তৃষিত প্রতিধ্বনির
রক্ত বিন্দু দের অণুসরন।
আবার দেখতে চাই---
কাজলা দিঘীর জলে পদ্ম পাতাটি কাঁপছে
মুক্তির অপেক্ষায়,
ক্ষত মোচনের বিকল্প অনুভবে।।
সিলিং ফ্যানের ঘর ঘর শব্দে
কোনো যুগান্তর নেই।
ছন্দময়, গতিময় সময়ের শরীর জুড়ে
উছলে পড়ে যোগ বিয়োগ, রং আর রেখার বিন্যাস।
হাহা কার ছন্দপতন বৃষ্টি বিন্দুর মাঝে বজ্র পাতের বেদনার্ত চোখ।
"ভেঙ্গে পড়ছে কড়িবর্গা"
চরাচর শুষে পিঁপড়ের করিডোর ধরে চুঁইয়ে ঢুকছি
কুলুঙ্গির ভেতর চুন সুরকীর ঝুরঝুরে বেড়া ডিঙিয়ে
ধীরে--
অতি ধীরে--
নীরবে নিস্তব্দে----