কোনো একদিন--
তোমার জন্য ,স্মৃতি মাখা মেঘমালা দিয়ে যাব।
ঢেউ হীন স্মৃতির শরীরে, সে বাসা বাঁধবে নীরব প্রেমে।
অন্ধকারে বীণার সুরে যে চুক্তি হয়েছিল,
তা থেকে তোমায় আমি মুক্তি দিয়ে যাবো।
ঈশান কোনটা আজও ফাঁকা থাকে।
ঘূর্ণাবর্তের সময় বৃষ্টির যে গান,
তৃষ্ণার সাথে সমঝোতা করেছিল;
অশনি সংকেত নিয়ে ফিরে আসে ঋতুরাজ বসন্তে।
নীল খামের না বলা কথারা, অগ্নিময় হয় ঐ পথ ধরে।
বিষময় নির্যাসে ঘর সাজায় উদ্বাস্তু ভালোবাসা।
মনের আলো ফুরিয়ে যেতে যেতে মনে হয়,
কল্পনার জগতে জোনাকির আলোতে কত না রূপ।
দিশাহীন পথিক দাড়িয়ে খোঁজে,
ভালোবাসার সাতকাহন।
তুমিও কি দাঁড়িয়ে পড়ো সেখানে ,
পরিত্রাণ পাবে বলে।
ঘনীভূত এলোকেশী মেঘে শিহরিত মায়া,
ঢুকে যায় রাত্রির ঝরা পাতায়।
বুকের পাঁঁজোর ভাঙ্গে বিন্যাস কিংবা অবিন্যাসে।
উদাসী ভাবে খুঁজে বেড়াই,
হারিয়ে যাওয়া ভাঙা ভাঙা ছবি।
যেখানে সংশোধন অনিবার্য---