আমি সুপ্ত,আমি কিংকর
ভাগ্যের কাছে লুপ্ত
দিবা নিশি করি গরল পান
হতে পারিনি শংকর।
নিঃস্তব্দ চাবুক পিঠে পরে যখন
ঈশ্বর তুমি কাঁদ কি তখন
আমিতো কাঁদি তোমার তরে
সকল দিবস যামিনী
আমার অশ্রু তোমার অশ্রুর
পার্থক্য কভু বুঝিনি।
তুমিতো আমার স্রষ্টা প্রভু
আমিতো তোমার সৃষ্টি
সৃষ্টির মাঝে স্রষ্টার বাস
তবুও কেন অনাসৃষ্টি
যত ব্যথা তোমার সৃষ্টিরে দাও
সে ব্যথা তুমিও কি পাও?
এসে দেখে যাও ধরণীর ব্যথা
এসে শুনে যাও সৃষ্টির কথা
সৃষ্টির সাথেই একাত্ম হও
এসো প্রভু শুধু দেখে যাও;
কুহেলির মত সব ধোঁয়াশায়
রেখনা নিজেকে লুকিয়ে
সৃষ্টির সাথেই স্রষ্টার হিসেব
দিয়েছ বুঝি তুমি চুকিয়ে--