সাদা ভাতের জন্য আগুন আছে,থাক
জাগিয়ে রাখার জন্ম দায় রৌদ্র ছায়া,পাক।
এই লক্ষ আঙুল জুড়ে তোমার প্রতিচ্ছবি
পায়ের নীচের তৃণ হয়েই সৃষ্টির আঁকা ছবি।
কলমের মুখের আবর্তনে বুনো মেঘের দল
শব্দেরা বৃষ্টি হয়ে উত্তর দেবে আগামীকাল।
দৃশ্যকলায় মহা স্বপ্নের শুধুই বিস্তৃতি
বেগবান ব্যস্ত হাতে প্রত্যাশার নিস্কৃতি।
বিশ্বাসের বাইরে নীরব একাকী মূঢ় বোধের চিহ্ন
তত্ত্বদর্শীর কঠিন সমরে দর্শন, প্রেম দৈন্য।
আকাশের রং থেকে মাটির গা বেয়ে
ঝরে পরে শুধু "ক্ষুধা "
মানুষের নিষ্ক্রমণ অবাধ্য জলধারায়
মিশে যায় প্রানের "সুধা "।।