====================©©©
ঝরাপাতা কি বলতে চায়?
বাতাস জানে উড়িয়ে নেয়ার সুখ,
উল্টো পথের পথিক কি পায়?
দুফোঁটা অশ্রু ভেজাতে পারে কি বুক।
ছুটি নিয়ে চলে যাব একাকী
ইঁদুরের মত আর কত দৌড়াব।
জীবন সেতো মস্ত বড় ফাঁকি
স্বপ্ন গুলো স্বপ্নতেই তাই ছোঁব।
বিশ্বাস আর অবিশ্বাস একাকার
ভালবাসায় শর্করার অভাব
সুগার ফ্রি র বড্ড্ দরকার
মিষ্টি হলেই চলবে,ওটাই স্বভাব।
গরম মেশানো শীতে
অস্তিত্বের সংঘাতে
খুচরো দুঃখ পাল্টে নিয়েছে পথ।
তুমি যদি পার এসো
পাশে এসে যদি বসো
চিন্তা নেই মনে করাবনা তোমার নেয়া শপথ।।
©©©=====================