(1)
চারপাশে শূন্যতা
উড়ছে চুমু, কাঁপছে ঠোঁট
বুকের মাঝে বসে থাকা চিল
ঠুকরে খাচ্ছে হৃদয়ের চোট।।
(2)
ধুধু চড়ে জেগে আছে কেউ
উড়ছে প্রেম লাগাম ছাড়া
আছড়ে পরে স্তব্দ ঢেউ
সময় এখন দিশেহারা।।