কালের অদৃশ্য কামড়
কোথায় ডুবে যাই।
খন্ডাংশের বৃষ্টি পাতে
মেঘদূত হতে চাই ।
ফল্গুধারার বেষ্টনীতে
নেই সনাক্ত চিহ্ন ।
জৈবিকতার কোলাজ সমাহারে
জীবন চিত্র বন্য।
ছিন্ন মূল নির্ভরতায়
নিভৃতে নীল পদ্ম।
একাকী ঝড়ায় অশ্রু
মুক্ত শরীরে বদ্ধ।
শিরায় শিরায় হাহাকার
অতৃপ্ত দীর্ঘ ছায়া ।
আত্মহারা দেহ মাঝে
কন্টকাসনে কায়া।।