----------------------------------------@@
@@---------------------------------------
(১)
বৃষ্টিস্নাত ভেজা সূর্যালোক
ছুঁয়ে যায় না বলা অন্ধ ক্রোধ
পৃথিবী টা যেন আজ বাকরুদ্ধ
ধূমায়িত ব্ল্যাক কফিতে আবদ্ধ।।
(২)
ছুঁতে গেলে দেয় না ধরা
নেই নেই নেই শুধুই কালো
ভেজা চোখে তাকিয়ে দেখি
টস্ টস্ টস্ কষ্ট আলো।।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@