***********************

কেন মিছে স্বপ্ন দেখা
           কেন মিছে দাঁড়িয়ে থাকা।
কেন মিছে মেঘ কুয়াশায়
             "আমি" টাকে লুকিয়ে রাখা।
মরশুমি ফুল ফলের মতো
                সাজিয়ে এই জীবন টাকে
আর কত দিন টানবে বল
                  বৃষ্টি ভেজা পোশাকটাকে।।

**************************