(১)
            বুকের মাঝে ক্লান্ত রাতের শিকল
ছায়াপথ ধরে ছুটে যায় নীরবতা
           একলা বসে নিখোঁজ স্মৃতির খোঁজ
বিষাক্ত ছোঁয়ায় হৃদয় হয়েছে বিকল।।

                           (২)
          পাওনা গণ্ডা মিটিয়ে দিয়েছ তুমি
ব্যাকুলতারা নিয়েছে আজ ছুটি
              স্বপ্ন ভাঙ্গে অবিশ্বাসের ছোঁয়ায়
মনের আগাছায়  কি খুঁজি জানিনা আমি।।