কথাগুলো কথা খুঁজে
কথায় কথা বাড়ে
কথার পিঠে কথা বলে
মাথায় বারি পড়ে।
কথা শুনে প্রাণ জুড়ায়
কথারা কাঁদে হাসে
কথা দিয়ে কথা নেয়
প্রাণে মারে শেষে।
কথায় দ্বন্দ্ব কথায় মন্দ
কথা প্রাণময়
কথাগুলো মধুর হলে
হৃদয় করে জয়।
কথায় বাড়ে প্রাণের জ্বালা
কথাই আবার গলার মালা
কথার মাঝেই জীবনযাপন
বিষক্রিয়া বা সমাপন।
কথাই গরল কথাই সরল
কথা আবার শুধুই তরল
রসের কথা কষের কথা
কথা জুড়ায় মনের ব্যথা।
কিছু কথা কথার কথা
কিছু কথা কপটতা
কথার ফাঁকে কথা মৃত
জুড়ে গেলেই "কথামৃত"।।