===============================================
আমার একটা নদী ছিল,
পাহাড় ছিল,ঝরণা ছিল;
ওদের মনের কষ্ট গুলো
আমার কাছে বলেছিল।।
এক জীবনে কত কষ্ট----
জীবন স্রোতে ভাসার কষ্ট,
আকাশ ভাঙ্গা মেঘে ভিজে
ঝাপসা চোখে বাচার কষ্ট।
বিকিকিনির জীবন মেলায়
কষ্ট গুলো কেউ কেনে না,
কষ্ট গুলো শুধুই নিজের
জড়িয়ে থাকে প্রাণের মাঝে।
কষ্ট নিয়ে বেচে থাকা
কষ্ট নিয়ে চলা
নিজের সাথে সারা জীবন
কষ্ট কষ্ট খেলা ।।