অবসন্নতা বিরোধিতা করেছে।
জ্ঞান পাপে অস্পষ্ট প্রাণ উজ্জ্বলতা।
দিবা রাত্রি নির্দেশিত পথে ,মানুষের কাফেলা।
সবাই একত্রিত হচ্ছে মূল্য বিনাশের তীরে।
পটভূমির কর্কশ আলোয় দিগন্তে নিস্তব্ধতা।
সাদা কালো রংয়ের মাঝে মানুষ কে অতিক্রম করে ছায়া মানুষ।
অমৃতকুম্ভের সন্ধানে অবিরাম বিষ বুকে খুঁজে ফিরে
জীবিত তারার দেশ।
পৃথিবীর পাঁজর আলোড়িত ভাঙ্গা,
শূন্য চোরাবালিতে লুকায় সুদীর্ঘ কালের ইতিহাস।
সময় কি শেষ করতে পারে সময়কে,
নাকি নিমগ্ন অনন্ত কালে মিশে যায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
যেখানে সময় স্থির।
অসীম সাগর অতিক্রম করে উদ্ভাসিত সূর্য কে ,
নিমগ্ন নাবিকের প্রচ্ছায়ায়......