'কবিতা',তোমার ক্রোধ লুকিয়ে ফেলো না
                                তোমার অস্তিত্বে;
ক্রোধ এমন ভাবে দেখাও,যাতে তোমার বুকে থাবা গেড়ে বসে আছে যে 'সিংহাসন',তাকে উল্টে দিতে
                                                     পার।

'কবিতা', তোমার ব্যথা লুকিয়ে ফেলো না
                                  তোমার জঠরে
ব্যথা এমন ভাবে প্রকাশিত হোক যেন ব্যথারা ও
                                ব্যথায় কুঁকড়ে উঠে।

'কবিতা', তোমার কান্না জড়ানো কণ্ঠ লুকিও না,
যদি কাঁদতে হয় এমন ভাবে কাঁদো যাতে বন্যা হয়,
                                    শুকিয়ে যাওয়া মনে,
যেন জলের মন্ত্রে গা ঝাড়া দেয় ঝিমানো চৈতন্য।

'কবিতা', তোমার দীর্ঘশ্বাস এমন ভাবে ছাড়ো
যেন হিমবাহের তুষার স্পর্শ থাকে,হিম রক্ত জমে
                                     শিরায়, ধমনীতে।
তাপ পেতে আকুলি বিকুলি করে মানুষ,একে
                                   অন্যকে জড়িয়ে ধরে,
একটু উষ্ণতা পাওয়ার আশায়।