জীবনের গান শুনি
শিশির ভেজা ঘাসে
জ্যোৎস্না শিশিরে মিশে
কিসের আশ্বাসে।
দুটো চোখ জেগে থাকে
মনে মনে কাকে ডাকে
চন্দ্র বিহীন ক্ষয়িষ্ণু নক্ষত্রের পাশে
নাড়ীর স্পন্দনে অতৃপ্ত দীর্ঘ শ্বাসে।
সেতু হীন স্মৃতির পারাপার
করতলগামী সংলাপের ছায়ায়
শব্দের শরীরে প্রবৃত্তির বিজারণ-জারণে
কবিতা জন্মায়।।