আমি যদি হই রাত, আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের।
আমি হলে রোদ, তুই রংধনু হোতিস্
যে শহর ছিল আমাদের।
তুই হবি জল, আর আমি হবো ঢেউ
বানাবো সাগর আমাদের।
আমি হবো দোল, আর তুই পূর্ণিমা
রাঙাবো শহর আমাদের।
ভূলে যেতাম কোলাহল
মনে নিয়ে শতদল
হারিয়েছে আজ সব চলাচল।
এ কেমন দিন বদল, সুধা নাকি হলাহল?
কথা ছিল অনেক কিছু
স্মৃতি ঘোরে পিছুপিছু
সবই আছে নেই শুধু তুই
দোটানায় তোকে শুধু ছুঁই।
জানবি না তুই কষ্ট আমার, বলছে অভিমানী হাওয়া।
মানবি না তুই যোগ বিয়োগ, উল্টো পথে যাওয়া।