কষ্ট গুলো, আর একটু সুখের হলে;
পৃথিবীটা আরেকটু সুন্দর হতো।
মিথ্যে গুলো ,আর একটু কোমল হলে,
মানুষ গুলো হতো মমের মতো।
বুকভরা কষ্ট ,আর ভরা বুকের সমুদ্র,
মিলেমিশে একাকার হলে বেশ হতো।
সীমাহীন সুখের মাঝে, মন কেমন করা
দুঃখরা থাকত নিজের মত।
সোনালী বিভ্রম মরীচিকা মানবিক হলে,
আরো সহনীয় হত মরুদ্যান।
বৃত্তের গভীরতা জ্য কে ছুঁয়ে ,
ব্যাসার্ধ কে করত আহ্বান।
নিরিবিচ্ছিন্ন কোন দ্বীপে ,আশার স্বপ্নেরা
ঘুমায় নিরিবিলি নাগপাশে।
স্মৃতির পাখীরা কবিতা হলে,
কার কি যায় আসে।
বোধে যদি বিভেদ হয় ,অপেক্ষারা
হত উপেক্ষিত।
জীবন যেন আড়ম্বর জোনাকির সাজ,
চলছে নিজের মত।।