তুমি আমার জীবিত কষ্ট----
বুকের ভেতর সুপ্ত আগ্নেয়গিরির
গরম গলিত লাভা;
তোমাকে অনেক যত্নে লালন করি
ভালবাসার পরশ দিয়ে।
তুমি আমার জীবিত কষ্ট---
যত্ন করে জমাট বাঁধা কান্নায়
পালন করি, হৃদয়ের অন্তরীক্ষে।
তুমি আমার জীবিত কষ্ট---
অমীমাংসিত ক্ষীণ জীবনের, অনুভূতি
দিয়ে বরণ করি;
প্রগাঢ়তার কারুকার্যে।
তুমি আমার জীবিত কষ্ট---
তবুও কুয়াশায় ঘেরা শীতের ভোরে
এক টুকরো সূর্যের উত্তাপের মত
অনন্ত কালের অপেক্ষা শুধু তোমারি জন্য।।