তোমায় একটা গল্প বলি
একটু থামো যেও না চলি;
বনের মাঝে এক যে ছিলো
রিনিঝিনি ঝরনা
চোখ দুটো তার স্বপ্নে ভরা
রূপবতী কন্যা।
ছোট ছোট নুড়ির বুকে
স্বপ্ন শুধু দেখত সুখে
হঠাৎ কখন উদাস হাওয়া
লাগল যে তার চোখে।
শান্তিতে তার স্নান হলো না
ভালোবাসার বুকে।।